চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিদ্যালয়ের দেয়াল ধসের ঘটনায় ২ প্রকৌশলীকে শোকজ

পটুয়াখালীতে নির্মাণাধীন বিদ্যালয় ভবনের দেয়াল ধসে পড়ার ঘটনায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট সহকারী প্রকৌশলী মোঃ হাদিউজ্জামান খান ও উপ-সহকারী প্রকৌশলী মোঃ ঈসা মিয়াকে শোকজ করা হয়েছে।

ক্ষতিগ্রস্থ বিদ্যালয় ভবনটি পুনর্নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন নির্বাহী প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান। বুধবার বিকেলে চ্যানেল আই অনলাইনকে তিনি এ কথা জানান।

গত বৃহস্পতিবার রাতে জেলার গলাচিপা উপজেলার পানখালী পানজাতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নির্মাণাধীন  ভবনের দেয়াল ধসে পড়ে। ফাটল ধরে ওই ভবনের বিভিন্ন অংশে।

এ ঘটনায় কাজে অনিয়মে জড়িত প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণসহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে জেলায় ইতিপূর্বে যে সকল স্থাপনা নির্মান হয়েছে এবং বর্তমানে যা চলমান আছে তা খতিয়ে দেখার দাবি উঠেছে।

শিক্ষার্থীর নিরাপত্তা বিবেচনা না করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কি করে একটি বিদ্যালয় নির্মাণে যেনতেনভাবে ত্রুটিপুর্ণ কাজ করে এ প্রশ্ন রেখে তারা বলছেন, ভবন ভেঙ্গে পড়ার দায়ভার কোনভাবেই প্রকৌশলীরা এড়াতে পারেন না।