চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনার নতুন প্রজাতির বিরুদ্ধে ভ্যাকসিন কতোটা কার্যকর

ইউরোপীয়ান ইউনিয়ন বিশেষজ্ঞদের বিশ্বাস, বিদ্যমান ভ্যাকসিনগুলোই যুক্তরাজ্যে পাওয়া করোনাভাইরাসের নতুন প্রজাতির বিরুদ্ধে লড়াই করতে কার্যকর।

নতুন প্রজাতির এই করোনাভাইরাস মূল প্রজাতিটির থেকেও অনেক দ্রুত ছড়ায়। জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জেনস ফান রোববার জানিয়েছেন, এখন পর্যন্ত আমরা যা জানি তা থেকে বলতে পারি নতুন এই প্রজাতিটির ভ্যাকসিনের উপর কোনো প্রভাব নেই। মানে ভ্যাকসিনটি আগের মতোই কার্যকর থাকতে পারে।

গণমাধ্যম জেডডিএফকে জেনস ফান ইউরোপীয় কর্তৃপক্ষের বরাতে একথা বলেন। বিশেষ করে তিনি ফাইজার অ্যান্ড বায়োএনটেকের ভ্যাকসিনের কথা উল্লেখ করেন। যেটা এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে বিতরণ হচ্ছে এবং ইউরোপীয়ান মেডিসিন এজেন্সির অনুমোদনের অপেক্ষায় আছে।

যুক্তরাজ্যে নতুন প্রজাতির একটি করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। নতুন এই প্রজাতিটি ততটা প্রাণঘাতী না হলেও ৭০ শতাংশ দ্রুত ছড়িয়ে পড়ে। একই প্রজাতির ভাইরাস পাওয়া গেছে নেদারল্যান্ডস, ডেনমার্ক ও অস্ট্রেলিয়াতেও।