চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিদায়ী ম্যাচে রাজিনের স্মরণীয় অর্ধশতক

ক্যারিয়ারের শেষ ম্যাচ অর্ধশতক দিয়ে স্মরণীয় করে রাখলেন রাজিন সালেহ। জাতীয় লিগে সিলেট ডিভিশনের এই ব্যাটসম্যান ঢাকার বিপক্ষে প্রথম ইনিংসে ২০১ বলে ৬৭ রান করেন।

কক্সবাজারে সোমবার টস জিতে আগে ব্যাট করতে নামে সিলেট। দলটি ৬ উইকেটে ২২০ রান নিয়ে দিন শেষ করেছে।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

রাজিন ছাড়া অন্য কেউ অর্ধশতকে পৌঁছাতে পারেননি। জাকির আলী অপরাজিত আছেন ৪০ রানে। তাকে সঙ্গ দিচ্ছেন এনামুল হক জুনিয়র (১৪*)।

শাহাদাত হোসেন এবং শুভাগত হোম দুটি করে উইকেট নিয়েছেন।

টায়ার-২’র অন্য ম্যাচে রংপুরের বিপক্ষে খুলনা ৮ উইকেটে ২১৭ রান তুলেছে। খুলনার কেউ অর্ধশতক পাননি। সর্বোচ্চ স্কোরার মইনুল ইসলাম ৪৮ রানে অপরাজিত আছেন। জিয়াউর রহমান খেলেন ৪০ রানের ইনিংস।

রংপুরের রবিউল হক ৩ উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট সাজেদুল ইসলাম এবং তানভীর হায়দারের।