চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিতর্কিত সীমান্ত থেকে ভারতীয় সেনা প্রত্যাহার

সিকিম সীমান্তে দুই মাস ধরে চলা উত্তেজনা ও অচলাবস্থার অবসানের জন্য সমঝোতায় পৌঁছেছে ভারত ও চীন। কূটনৈতিক আলোচনায় দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারত দাবি করেছে, দুই দেশই ওই এলাকা থেকে সেনা প্রত্যাহার করে নিচ্ছে। তবে চীনের দাবি, সমঝোতা অনুযায়ী ভারত সেনা প্রত্যাহার করলেও চীনা সেনারা বহাল থাকবে।

গত জুনে সিকিম সীমান্তের দোকলাম মালভূমিতে ঢুকে চীনা সেনাদের সড়ক নির্মাণকাজে বাধা দেয় ভারতীয় সেনারা।

এরপর থেকেই মুখোমুখি অবস্থান নেয় দুই দেশের সেনাবাহিনী। সীমান্তবর্তী এলাকাটি নিয়ে চীন ও ভুটানের মধ্যে মূল দ্বন্দ্ব, তবে ভারত প্রথম থেকেই ভুটানকে সমর্থন দিয়ে আসছে।