চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মহিলা সমিতিতে পদাতিকের ‘কাল রাত্রি’

ঘটনাটি ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাতের। ঘটনাটির বর্ণনা করছেন বেচেঁ যাওয়া জগন্নাথ হলের একজন  ছাত্র ও শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ও আশেপাশের এলাকাকে অবলম্বন করে রচিত হয়েছে লামিসা শিরীন হোসাইনের গল্প ‘লোন সার্ভাইভার’ অবলম্বনে তৈরী হয়েছে মঞ্চ নাটক ‘কাল রাত্রি’।

নাট্যরূপ দিয়েছেন তানভীর হোসাইন সিডনী। মুক্তিযোদ্ধা ও তাঁর পথ প্রদর্শকের চোখে যে বাংলাদেশ বেঁচেছিল এর কথাই বলা হয়েছে নাট্যকাহিনীতে।

বিজয়ের মাস ডিসেম্বরের ১৩ তারিখ বুধবার মহিলা সমিতিতে সন্ধ্যায় নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চস্থ হবে পদাতিক নাট্য সংসদ এর ৩৮ তম প্রযোজনা ‘কালরাত্রি’র ২৩ তম মঞ্চায়ন।বিজয়ের মাসে মার্চের নাটকের মঞ্চায়ন প্রসঙ্গে পদাতিকের প্রচার ও

ওয়াহিদুল ইসলামের নির্দেশনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন  শাখাওয়াত হোসেন শিমুল, সানজিদা পারভীন, মোঃ ইমরান খাঁন, ইকরামুল ইসলাম, সালমান শুভ চৌধুরী, জিনিয়া আজাদ, তাসমী চৌধুরী, আবু নাসেম লিমন প্রমুখ।