চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিজয় ‘পরিষ্কার’: বাইডেন

ভোট গণনা এখনো চলতে থাকায় জয়ের ঘোষণা না দিলেও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বলেছেন: প্রেসিডেন্ট হওয়ার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী।

তিনি বলেছেন: দীর্ঘ রাত জুড়ে ভোট গণনার পর এখন ফলাফল পরিষ্কার।

“আমি বিজয়ের ঘোষণা দেয়ার জন্য আসিনি। তবে আমি এটা জানাতে এসেছি যে গণনা যখন শেষ হবে, তখন আমরা নিজেদের বিজয়ী হিসেবে দেখতে পাবো বলে আত্মবিশ্বাসী।”

এক টুইট বার্তায় জো বাইডেন জানিয়েছেন, আমরাই জয়ী হবো, এটা হবে জনগণের বিজয়।

এবারের নির্বাচনে বিপুল সংখ্যক ভোটারদের অংশগ্রহণের বিষয়টি উল্লেখ করে জো বাইডেন বলেন যে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পাওয়ার পথে আছেন তিনি ও কমালা হ্যারিস।

মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন’র তথ্য অনুযায়ী, ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে জো বাইডেন এ পর্যন্ত ২৫৩টি ইলেকটোরাল ভোট পেয়েছেন। ২৭০টি নিশ্চিত হলেই প্রেসিডেন্ট হন যেকোনো প্রার্থী। অপরদিকে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৩টি ইলেকটোরাল ভোট।