চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বিচার ব্যবস্থাতেও ব্যবহৃত হবে তথ্য-প্রযুক্তি

বিচার ব্যবস্থায় তথ্য-প্রযুক্তি প্রবর্তনে প্রায় সাড়ে ৩’শ কোটি টাকার উন্নয়ন প্রকল্প নিচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকে ওই প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

৬ প্রকল্পে মোট বরাদ্দের পরিমাণ ১ হাজার ২৮ কোটি টাকা। একনেক বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, এই প্রকল্পের আওতায় মামলার তথ্য সম্পর্কিত তথ্য ভাণ্ডার তৈরি, পুরানো মামলার রেকর্ড এবং রায় ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হবে।

বিচারপতিদের সাড়ে ১৬’শ ল্যাপটপ বা ট্যাব দেয়া হবে বলেও জানান মন্ত্রী। এছাড়া ই-কোর্ট রুম স্থাপন এবং বিচার ব্যবস্থার জন্য প্রশাসনিক এবং বিচার কার্যক্রম স্বয়ংক্রিয় করা হবে।