চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বিক্রি হয়ে যাচ্ছে ‘জেমস বন্ড’র স্টুডিও ‘এমজিএম’

হলিউডের অনেক ছবির শুরুতেই সিংহের গর্জনের সঙ্গে পর্দায় ফুটে ওঠে ‘মেট্রো গোল্ডউইন মায়ার’ বা এমজিএম’এর। বন্ড ছবি তৈরির একচেটিয়া অধিকার রয়েছে এই স্টুডিওর। কিন্তু চরম আর্থিক সংকটে পড়ে দেউলিয়া হতে বসেছেন স্টুডিওর মালিকরা। আর তাই আনুষ্ঠানিক বিক্রয় প্রক্রিয়া শুরু করা হয়েছে।

‘এমজিএম’-এর কাছের এক সূত্র রয়টার্সকে সোমবার এই তথ্য জানিয়েছেন। তবে তথ্য প্রদানকারী নিজের পরিচয় প্রকাশ করতে চাননি।

ব্যক্তিগত শেয়ার এবং দেনা সহ ‘এমজিএম’-এর বাজারমূল্য বর্তমানে ৫.৫ বিলিয়ন ডলার।

এর আগেও বেশ কয়েকবার আর্থিক সংকটে পড়েছিল স্টুডিওটি। আর্থিক সংকটের কারণে ২৩তম জেমস বন্ড ছবির শুটিং অনির্দিষ্টকালের জন্য বন্ধও করে দিতে হয়েছিল। ইন্ডিয়ান এক্সপ্রেস