চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বিএনপি’র জন্য ডাক্তার খুঁজছেন স্বাস্থ্যমন্ত্রী

বিএনপিকে ইঙ্গিত করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বন্ধুপ্রতিম ভারতের সঙ্গে যখন বর্তমান সরকার সকল অমীমাংসিত সমস্যা সমাধান করে আনছে তখন এক শ্রেনীর রাজনীতিবিদ (বিএনপিকে ইঙ্গিত করে) সব কিছুতেই না না করছে। তাদের এ বিষণ্ণতা দূর করার ডাক্তার এখন আমি কোথায় পাই!

আজ বিশ্ব স্বাস্থ্য দিবস’২০১৭ উপলক্ষে ওসমানী মেমোরিয়াল অডিটরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নাসিম বলেন, ‘বঙ্গবন্ধু সকল বিষণ্ণতা দূরে সরিয়ে বাঙালি জাতিকে স্বাধীনতা এনে দিয়েছিলেন। আজ, স্বাধীনতার এত বছর পর আবারও এদেশের এক শ্রেনীর রাজনীতিবিদ বিষণ্ণতায় ভুগছেন।’

অবসাদগ্রস্থতা আমাদের সন্তানদের জঙ্গিবাদের পথে ঠেলে দিচ্ছে মন্তব্য করে ১৪ দলের এ সমন্বয়ক বলেন, ‘অবসাদগ্রস্থতা আমাদের সন্তানদের জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছে। অবসাদ দূর করতে গান শোনা, কবিতা চর্চার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।’

এর পাশাপাশি সাংসারিক জীবনে বৌয়ের সঙ্গে ঝগড়াও অবসাদ দূর করার ক্ষেত্রের ভূমিকা রাখতে পারে বলে মন্ত্রী মত দেন।

শেখ হাসিনা কন্য সায়মা ওয়াজেদ পুতুল অটিজম নিয়ে কাজ করছে জানিয়ে তিনি বলেন, ‘সায়মা ওয়াজেদ পুতুল অটিজম নিয়ে সারা বিশ্বে কাজ করছেন। এখন রাষ্ট্রও এটি নিয়ে সামনে এগোচ্ছে।’