চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বাড়িঅলার খোঁজে

বাড়িভাড়া দেওয়া নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন কবি নির্মলেন্দু গুণ। বাড়িঅলার সন্ধানে ওই স্ট্যাটাসে গুণ লিখেছেন, গত বছরের ডিসেম্বর মাস থেকে এই চলতি বছরের আগস্ট–সব মিলিয়ে আমার নয় মাসের বাড়ি ভাড়া বাকি পড়েছে।

তিনি আরো লেখেন, ১৯৬৯ সাল থেকে এই নগরীতে কম বেশি বাড়ি ভাড়া দিয়ে বাস করতে করতে এমন বদঅভ্যাস হয়েছে যে, মাসের শুরুতে বাড়ি ভাড়া পরিশোধ না করলে হাত নিশপিস করে। মনের ভিতরে একটা অস্বস্তিভাব তৈরি হয়। মনে হয় এই বুঝি বাড়িঅলা আসছে। তার পায়ের আওয়াজ শুনতে পাই। কিন্তু না। আমার বাড়িঅলা আর আসে না।

গত নয় মাস ধরে আমি তার অপেক্ষায় টাকা নিয়ে প্রহর গুনি। আমি তার আসার আশায় থাকি। দিন যায়। মাসের পর মাস চলে যায়। বছর ঘনিয়ে আসে। তবু আমি তার দেখা পাই না। তিনি কবে আসবেন?
কেউ কি বলতে পারেন?

বাড়িঅলা চরিত্রটি কি তবে কোনো কারণে, আমার কোনো কর্ম দোষে আমার জীবন থেকে চিরদিনের জন্য হারিয়ে গেলো?