চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বার্সেলোনা ও ম্যানসিটির জয়

স্প্যানিশ লা লিগায় জয়ের ধারা অব্যাহত রেখেছে বার্সেলোনা। নেইমার ও মেসির গোলে এসপানিওলকে ২-০ গোলে হারিয়েছে তারা। ইংলিশ প্রিমিয়ার লীগে অ্যাস্টন ভিলাকে ৩-২ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি।

লা লিগায় এসপানিওলের বিপক্ষে  প্রথম ১৭ মিনিটেই নেইমারের গোলে এগিয়ে যায় বার্সা। এরপর ৭ মিনিট পর গোল করেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে লেফট ব্যাক জর্ডি আলবা লাল কার্ডের কবলে পড়লে ১০ জনের দলে পরিণত হয় বার্সেলোনা। কিন্ত তাতেও ফলাফলের কোন পরিবর্তন হয়নি। যথারীতি জয় নিয়ে মাঠ ছাড়ে মেসির দল।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

৩৩ খেলায় ৮১ পয়েন্ট নিয়ে এখনো পয়েন্ট টেবিলের শীর্ষে বার্সেলোনা।

দিনের অপর ম্যাচে, ইংলিশ প্রিমিয়ার লীগে অ্যাস্টনভিলার বিপক্ষে ম্যাচের শুরুতেই ম্যনচেস্টার সিটিকে এগিয়ে নেন অ্যাগুয়েরো। দ্বিতীয়ার্ধ্বের ৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন কলারোভ। এর দু’ মিনিট পরই একটি গোল শোধ করেন ক্লেভারলি । ৮৫ মিনিটে অ্যাস্টনভিলাকে সমতায় ফেরান সানচেজ। ড্র এর পথে এগোনো ম্যাচের একেবারে শেষ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফার্নানদিনহোর গোলেই জয় পায় ম্যানসিটি।