চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বার্সায় পা দিয়েই তিন সপ্তাহ মাঠের বাইরে কৌতিনহো

বার্সেলোনা ভক্তদের জন্য অপেক্ষার প্রহর বাড়িয়ে দিলেন ফিলিপে কৌতিনহো। ন্যু ক্যাম্পে খেলতে নামার আগেই চোটে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা। হিপ ইনজুরিতে পড়ে আপাতত তিন সপ্তাহ খেলা হবে না বিশ্বের তৃতীয় দামি ফুটবলারের।

স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানাচ্ছে, কৌতিনহো লিভারপুল থেকে চোট নিয়েই বার্সায় এসেছেন। সবকিছু ঠিক থাকলে ৪ ফেব্রুয়ারি এস্পানিয়লের বিপক্ষে মাঠে নামতে পারবেন।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

বার্সা কোপা ডেল রের সেমিফাইনালে পৌঁছাতে পারলে সেসময় প্রথম লেগেও খেলতে পারেন কৌতিনহো।

গত শনিবার কৌতিনহোকে ন্যু ক্যাম্পে টানার বিষয়টি নিশ্চিত করে বার্সেলোনা। নেইমার (২২২ মিনিয়ন ইউরো) ও কাইলিয়ান এমবাপের (ধারের নামে ১৮০ মিলিয়ন ইউরো) পর ব্রাজিল তারকাকে কেনা ১৬০ মিলিয়ন ইউরোই বিশ্বের তৃতীয় দামী ফুটবলার বানিয়েছে কৌতিনহোকে।

২০১৩ সালের জানুয়ারিতে ইন্টার মিলান থেকে লিভারপুলে নাম লেখান কৌতিনহো। তখন তার দল পরিবর্তনের খরচ ছিল মাত্র ৮.৫ মিলিয়ন পাউন্ড।