চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বাবা-মায়ের কবরের পাশে সমাহিত হলেন ঝন্টু

রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টুর দাফন সম্পন্ন হয়েছে। রংপুর পুলিশ লাইন মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার শেষে বাদ আসর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

এ সময় তার মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবী সংগঠনসহ সাধারণ মানুষ।

পরে তার মরদেহ নুরপুর কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হয়।

এর আগে রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা শরফুদ্দিন আহমেদ ঝন্টুর মুত্যুতে গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণের পর সেখানে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন তিনি।

এরপর দলের সভাপতি হিসেবে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে দলের পক্ষ থেকে আরো একবার কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন শেঞ হাসিনা।

গত ১ ফেব্রুয়ারি মস্তিষ্ক রক্তক্ষরণ জনিত কারণে সরফুদ্দিন আহমেদ ঝন্টুকে প্রথমে ঢাকার ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা অবনতি হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা।

২৫ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।