চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বাবরি মসজিদ মামলার রায়ে বলিউডের প্রতিক্রিয়া

শনিবার ভারতের বহুল আলোচিত উত্তরপ্রদেশের বাবরি মসজিদ ভূমি মালিকানার রায় ঘোষণা করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। এই রায় নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। বলিউড তারকারাও মুখ খুলেছেন এই প্রসঙ্গে। সুপ্রিম কোর্টের রায়ের প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন তারা।

রায় ঘোষণার পরে টুইটারে কঙ্গনা রানাওয়াত লিখেছেন, ‘এই রায়েই প্রমাণ হয় আমরা সকলে কীভাবে শান্তিতে এবং একসঙ্গে থাকতে পারি। এটাই ভারতের সৌন্দর্য।’

হুমা কোরেশী লিখেছেন, ‘প্রিয় ভারতীয়রা, সুপ্রিম কোর্টের রায়কে সম্মান করার জন্য অনুরোধ করছি। আমাদের একসঙ্গে সব ক্ষত সারিয়ে ভারতকে এক করতে হবে।’

ফারহান আখতার লিখেছেন, ‘সুপ্রিম কোর্টের রায়কে সম্মান করুন। আপনার পক্ষে যাক বা বিপক্ষে, রায় মেনে নিন। এই বিষয়টি থেকে দেশ মুক্তি পাক। এক হয়ে এগিয়ে যাক।’

ফারাহ খান লিখেছেন, ‘আমার কাছে মন্দির, মসজিদ ও চার্চ সবই ইট-কাঠ-পাথরের বস্তু। প্রার্থনা হৃদয় থেকে আসে। সুপ্রিম কোর্টের রায়ে আমি খুশি। মন্দির-মসজিদ নিয়ে ভাবা ছেড়ে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেয়ার জন্য কাজ করা উচিত।।’

অযোধ্যার রাম মন্দির-বাবরি মসজিদ মামলার রায়ে সুন্নি বোর্ডের জন্য কোনো গুরুত্বপূর্ণ স্থানে ৫ একর জমি প্রদানের আদেশসহ অযোধ্যার রাম মন্দিরের ২.৭৭ একর জায়গা ট্রাস্টের অধীনে যাবে বলে রায় দিয়েছেন ভারতীয় সুপ্রিমকোর্ট।

এই জমির জন্য ৩ মাসের মধ্যে সরকারকে ট্রাস্ট গঠন করারও আদেশ দিয়েছেন আদালত। শনিবার সকাল ১১টার দিকে ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বে ৫ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।