চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বাবরি মসজিদ ধ্বংসের মামলায় আদভানির বিরুদ্ধে অভিযোগ গঠন

বাবরি মসজিদ ধ্বংসের মামলায় ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ নেতা এল কে আদভানি, কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী ও মরুলি মনোহর যোশির বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ গঠন করেছে ভারতের একটি আদালত।

উত্তর প্রদেশ রাজ্যের লখনৌর বিশেষ সিবিআই আদালত মঙ্গলবার এই অভিযোগ গঠন করে বলে এনডিটিভি জানিয়েছে।

তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১শ’ ২০ ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। তবে তারা এই অভিযোগ গঠনের বিরোধিতা করেছেন।

বাবরি মসজিদ ধ্বংসে তাদের কোনো ভূমিকা ছিল না বলে তারা দাবি করে বরং তারা এতে বাধা দিয়েছিলেন বলে জানান। কিন্তু আদালত তাদের আর্জি খারিজ করে দেন।

ওই আদালতে শিগগিরই আদভানিদের বিরুদ্ধে বিচার শুরু হবে। ভারতের সুপ্রিম কোর্ট সিবিআই আদালতকে দুই বছরের মধ্যে এই মামলা শেষ করার নির্দেশ দিয়েছে। তবে আদালতের দৈনিক শুনানিতে তাদের হাজির থাকতে হবে না।

এসময় বিজেপির এই তিন প্রবীণ নেতাসহ এ মামলায় অভিযুক্ত আরো বেশ কয়েকজন আদালতে হাজির ছিলেন।

১৯৯২ সালের ৬ ডিসেম্বর ভারতের উগ্র ডানপন্থিরা বাবরি মসজিদ গুঁড়িয়ে দেয়।

ওই দিন হিন্দু-মুসলিম দাঙ্গায় দুই হাজার মানুষ মারা যায়।