চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বান্নাহর নির্মাণে তাহসানের শততম নাটক

সংগীত তারকা তাহসান অভিনয়ে এসেছেন ২০০৪ সালে। একে একে তিনি ১০০ টি নাটকে অভিনয় করলেন। তাহসানের শততম এই নাটকটি নির্মাণ করলেন সময়ের আলোচিত নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ, নাম ‘মেমোরিজ…কল্পতরু’।

শততম নাটকের গল্পটি তাহসান নিজে বাছাই করেছেন। জানালেন, নাটকের জন্য গল্প চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। অল্প সময়ের মধ্যে ৭০টি গল্প পেয়ে যান। ২৫টি গল্প বাছাই করে মেমোরিজ…কল্পতরুর গল্প চূড়ান্ত করা হয়।

এই নাটকে তাহসানের সহশিল্পী শায়লা সাবি। তাহসান বলেন, ‘আমি দেখতাম, ভক্তরা আমার কাছে গানের সংখ্যা হিসাব করে পাঠাত। কিছুদিন আগে এক ভক্ত নাটকের তালিকা করে পাঠায়। দেখলাম, ৯৭টি নাটকের তালিকা। এরপর বিষয়টি আমাকে ভাবায়। কাছের পরিচালক ও একজন প্রযোজক শততম নাটক নিয়ে পরিকল্পনা শুরু করলেন। নানা ধাপ পেরিয়ে আমরা এই কাজ করি। তাই তো নাটকের শুটিং শুরুর আগে আমরা কেকও কাটি।’

কাজটি প্রসঙ্গে নির্মাতা বান্নাহ বলেন, এই প্রজেক্টে আমি থাকতে পেরে আনন্দিত। ইতোমধ্যেই শুটিং শেষ হয়েছে। ক্লাব ১১-এর ইউটিউব চ্যানেলে শিগগির নাটকটি প্রকাশ হবে।