চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বান্দরবানের ঝিরি-ঝর্ণা প্রাকৃতিক পরিবেশের অকৃত্রিম বন্ধন

বান্দরবানে পাহাড়, সবুজ বৃক্ষরাজি, ঝিরি-ঝর্ণা ও উচ্ছ্বল নদী যেন একে অপরের হাত ধরে চলে। তাই এখানে প্রাকৃতিক পরিবেশের এক অকৃত্রিম বন্ধন। কিন্তু বান্দরবানের পাহাড়ি এলাকায় গাছপালা উজাড় করায় কমে যাচ্ছে ঝর্ণার সংখ্যা, কমে যাচ্ছে ছলছল পানির প্রবাহ। এর নেতিবাচক প্রভাব পড়ছে পাহাড়ি নদীর ওপর।

প্রকৃতির বিশালতা আর অপার সৌন্দর্য নিয়ে বান্দরবানে অসংখ্য পাহাড় দাঁড়িয়ে। এর সবটুকুই চাদরের মতো আবরণে ঢেকে রেখেছে সবুজ বনভূমি, যার চূড়ায় নেমে আসে মেঘ। পাহাড়, সবুজ বৃক্ষ আর মেঘের সহবস্থানে ফোটা ফোটা পানি। পাহাড়ের গা বেয়ে যেমন চুইয়ে পড়ছে, তেমনি কোথাও পাথরের ধাক্কায় রূপালী রঙে ছলছল বেগে ছুটে যাচ্ছে স্রোতস্বিনীর বুকে।

পরিবেশবাদী মো.মনির হোসেন বলেন, পাহাড়ি নদী টিকিয়ে রাখতে হলে সব ঝিরি-ঝর্ণা সংরক্ষণ করতে হবে। পাহাড়ি ঝর্ণা সংরক্ষণে সমন্বিত ও পরিকল্পিত উদ্যোগ নেয়ার কথা বলেছেন জনপ্রতিনিধিরা। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতা বাড়ানোর তাগিদ দিচ্ছেন পরিবেশবাদীরা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: