চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বাদ পড়ে বিশ্বকাপ দেখতে ‘থ্রি-ডি’ চশমার অর্ডার!

‘থাকি থাকি’ করেও শেষমুহুর্তে ভারতের বিশ্বকাপ দল থেকে বাদ পড়ে গেছেন আম্বাতি রাইডু। দারুণ সম্ভাবনা থাকা সত্ত্বেও বিজয় শঙ্করের কাছে জায়গা হারানোর পর বিশ্বকাপ দেখতে এখন টেলিভিশনই ভরসা এ ব্যাটসম্যানের। কিন্তু একজন ক্রিকেটারের কী কেবল টিভিতে খেলা দেখে মন ভরে? তাই পর্দাতে দেখলেও তা দেখতে যেন জীবন্ত মনে হয় সেজন্য রাইডু বেছে নিয়েছেন অভিনব ব্যবস্থা!

‘মাত্রই বিশ্বকাপ দেখার জন্য থ্রি-ডি গ্লাসের অর্ডার করলাম’ -মঙ্গলবার নিজের টুইটার পেজে এমনটাই লিখেছেন আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা রাউডু। সঙ্গে যোগ করেছেন দুষ্টু চেহারার ইমোজিও।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

কিন্তু যতই টুইটারে নিজেকে খুশি খুশি দেখান না কেনো, হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে রাইডুর সেটা না বলে দিলেও চলছে! মাত্রই গত বছরে অভিষিক্ত হওয়া বিজয় শঙ্করের কাছে ৪ নম্বর পজিশনে জায়গা হারিয়েছেন। কেবল ব্যাটিং নয়, পাশাপাশি বল করার দারুণ সক্ষমতার জন্য বিজয়কে ‘দারুণ কার্যকরী ক্রিকেটার’ বলে আখ্যা দিয়েছেন সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার! এমন ক্রিকেটারকে কেমন করে দেশে রেখে যায় ভারত?

অথচ রাইডুর ফর্ম যে খুব খারাপ যাচ্ছে সেটাও কিন্তু নয়। গত এশিয়া কাপেও ভারতের ৪ নম্বর পজিশনে সেরা পছন্দ ছিলেন তিনি। ৫৫ ওয়ানডেতে ৪৭.০৫ গড় যেকোনো ব্যাটসম্যানের জন্যই বেশ ঈর্ষণীয়। এমনকি নিউজিল্যান্ড সফরেও ৫ ম্যাচে ৬৩.৩৩ গড়ে ১৯০ রান করে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে ছিলেন সর্বোচ্চ রানসংগ্রাহক!

কিন্তু এতকিছুর পরও রাইডুর কপাল পুড়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠের সিরিজে ব্যর্থ হওয়ার কারণে। প্রথম তিন ম্যাচ খেলার পরই জায়গা হারান। শেষ পর্যন্ত সেটাই হয়েছে কাল। মাত্র তিন ম্যাচের পারফরম্যান্স বিবেচনায় তাকে দেশে রেখেই ইংল্যান্ডের বিমান ধরবে ভারত!