চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিকৃত উচ্চারণে বাংলা বলার জন্য দায়ী বেসরকারি রেডিও’র উপস্থাপকরা

উচ্চারণ বিকৃত করে বাংলা বলার জন্য বেসরকারি রেডিও’র উপস্থাপক বা আরজেরা অনেকাংশে দায়ী বলে মনে করেন বাংলা ভাষাবিদরা। তারা বলছেন, বাংলা ভাষা প্রমিত উচ্চারণে না বলে ইংরেজির মতো বলা বা বাংলা-ইংরেজির মিশেলে বলার প্রবণতা তরুণদের মধ্যে সংক্রমিত হচ্ছে।

ভারতের পশ্চিবঙ্গের জনপ্রিয় রেডিও মিরচির উপস্থাপনায় ভারতেরও এর সমালোচনা হয়। অনেকে মনে করেন, বৈচিত্র্যময় ভারতে সর্বভারতীয় হয়ে ওঠার চেষ্টায় পশ্চিমবঙ্গের মানুষ বাংলা ভাষার প্রশ্নে আপস করছেন। এর ধারাবাহিকতায় আশির দশকের শেষে বেসরকারি রেডিও’র শুরুর সময় উপস্থাপকদের জগাখিচুড়ি ভাষায় প্রশিক্ষণ দেয় মুম্বাইকেন্দ্রিক প্রশিক্ষকরা।

সমালোচকরা বলছেন, ওই প্রশিক্ষকদেরই কেউ কেউ একবিংশ শতকের শুরুতে এদেশে ‘এফএম’ রেডিও শুরুর সময় এখানকার আরজেদেরও প্রশিক্ষণ দেয়। তখনই জগাখিচুড়ি বাংলা বলার ওই ধারা শুরু হয়।
মূর্তিকারিগর
তবে প্রমিত বাংলায় উপস্থাপনার নজিরও রয়েছে। আরজেদের কেউ কেউ বলছেন, যারা বাংলার শুদ্ধতা ধরে রাখছেন, তারাই স্বকীয়তা নিয়ে সম্মানের সাথে টিকে রয়েছেন।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সাহিত্যিক ডক্টর পবিত্র সরকার বলছেন, ৫২’র ভাষা আন্দোলন বাঙালিদের বিশ্বে যে সম্মান দিয়েছে, বাংলাদেশের বাঙালিরা ভাষার শুদ্ধ চর্চায় সেই গৌরব অারো উজ্জ্বল করবে।

আরও দেখুন ভিডিও রিপোর্টে: