চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সেন্ট্রাল আফ্রিকার হাজারো শিশুর চিকিৎসা সেবায় বাংলাদেশ

চিকিৎসা সেবার বাইরে সেন্ট্রাল আফ্রিকার হাজার হাজার শিশু। চিকিৎসা না পাওয়ায় মাতৃ ও শিশু মৃত্যুর হারও দেশটিতে বেশি। এসব শিশুদের চিকিৎসা সেবা দিতে বিরামহীন কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসকরা।

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের দ্বিতীয় বৃহত্তম শহর কাকাবান্দরো’র এই অস্থায়ী সেবা কেন্দ্রটি পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী। গত দু’বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে স্থানীয়দের। যারা সেবা নিতে আসেন তাদের অধিকাংশই নারী ও শিশু।

চিকিৎসা সেবার সঙ্গে বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হয় এখান থেকে। দেশটিতে শিক্ষা এবং স্বাস্থ্যের অবস্থা বেশ করুন। এইচআইভি এইডস বহনকারী জনসংখ্যা ১ লাখ ৩০ হাজার। এরমধ্যে রয়েছে শিশুরাও।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: