চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বাংলাদেশ সফর নিয়ে জন কেরির টুইট

বাংলাদেশের সঙ্গে সহযোগিতা ও অংশীদারিত্বমূলক সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে নিতে ৯ ঘণ্টার সফরে ঢাকায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

সফরসূচির অংশ হিসেবে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন তিনি।

বাংলাদেশ সফর নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক্রোব্লগিং সাইট টুইটারে দু’টো টুইটবার্তা প্রকাশ করেছেন। প্রথমটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জন কেরির ছবিসহ লেখা রয়েছে: ‘উন্নয়নের এক অসাধারণ গল্প আছে বাংলাদেশের, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করে আমি আনন্দিত।’

এর প্রায় ১৫ মিনিট পরই আরেকটি টুইট পোস্ট করেন জন কেরি।

ওই টুইটবার্তায় তিনি লেখেন: ‘নিরাপত্তা ইস্যু এবং ভয়াবহ সন্ত্রাসবিরোধী সংগ্রামে আমাদের দৃঢ় সমর্থন বিষয়ে আজ বাংলাদেশে গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে।’

টুইটগুলোর জবাবে কমেন্ট করছেন অসংখ্য টুইটার ব্যবহারকারী। অনেকেই বাংলাদেশ সফর নিয়ে জন কেরিকে অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছেন। আবার পররাষ্ট্র বিষয়ক বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে কেরির সমালোচনাও করছেন কেউ কেউ।