চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বাংলাদেশ-ভারতের পাঁচ রুটে টেন্ডারে বাধা নেই

বাংলাদেশ-ভারত পাঁচ রুটে ভাড়া নির্ধারণ না করে দুই বছরের জন্য বাস অপারেটর নিয়োগ দেওয়ার টেন্ডার প্রক্রিয়ার ওপর দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছেন হাইকোর্ট।

এই আদেশের ফলে বিআরটিসির টেন্ডার কার্যক্রম চালাতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

বুধবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে জারি করা রুল খারিজ করে রায় ঘোষণা করেন।

আদালতে বিআরটিসির পক্ষে ছিলেন, অ্যাডভোকেট মনিরুজ্জামান। আর রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন।

গত ২৩ নভেম্বর টেন্ডার কার্যক্রমে হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ বহাল রেখে ১৪ ডিসেম্বরের মধ্যে রুল নিষ্পত্তির নির্দেশ দেন আপিল বিভাগ।

পাঁচ রুটে বাস অপারেটর নিয়োগের জন্য গত ৪ জুলাই একটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। রুটগুলো হচ্ছে- ঢাকা-কলকাতা-ঢাকা, আগরতলা-ঢাকা-কলকাতা-আগরতলা, ঢাকা-খুলনা-কলকাতা-ঢাকা, ঢাকা-আগরতলা-ঢাকা ও ঢাকা-সিলেট-শিলং-গুয়াহাটি।

ভাড়া নির্ধারণ না করে এ ধরনের বিজ্ঞপ্তির প্রেক্ষাপটে হাইকোর্টে রিট করেন যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

সে রিটের শুনানি নিয়ে গত ২৩ জুলাই রুল জারি করেন হাইকোর্ট। সেই সঙ্গে টেন্ডার কার্যক্রম স্থগিত করা হয়।