চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বাংলাদেশ পাকিস্তানিদের ভিসা বন্ধ করেনি: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ পাকিস্তানিদের ভিসা বন্ধ করেনি মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, পাকিস্তান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাদের ভিসা দিচ্ছে না বলে জানিয়েছে। এই বিষয়ে দেশটির সাথে আলোচনা চলছে।

এ সমস্যা দ্রুত মিটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করে মঙ্গলবার তিনি সাংবাদিকদের বলেন, বিভিন্ন সংবাদমাধ্যমে ভুল তথ্য ছাপা হওয়ায় প্রতিবাদ পাঠানো হবে। তবে দুই দেশের সম্পর্কে কোনো টানাপোড়েন নেই।

বাংলাদেশে পাকিস্তানের রাষ্ট্রদূত না থাকার বিষয়ে মন্ত্রী বলেন, ‘তারা যাকে পাঠিয়েছিলেন তাকে গ্রহণ হয়নি। নিয়ম মেনে নতুন কাউকে দিলেই তা বিবেচনা করা হবে।’

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনের প্রেস কাউন্সেলর ইকবাল হোসাইন তার ভিসার মেয়াদ বাড়াতে পাকিস্তানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন।

পাকিস্তান ভিসার মেয়াদ বাড়াতে দেরি করায় তার প্রতিক্রিয়া হিসেবে বাংলাদেশ জরুরি ভিত্তিতে এ পদক্ষেপ নেয়।

কূটনীতিক ইকবাল হোসাইন গত জানুয়ারি মাসে আবেদনটি করেছিলেন।