চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে চোখ রাঙাচ্ছে বৃষ্টি

লন্ডন থেকে: সারাদিন সূর্যের দেখা মেলেনি। মেঘে ঢাকা আকাশ থেকে ঝড়েই যাচ্ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ছবির মতো সুন্দর কেনিংটনের দ্য ওভাল স্টেডিয়ামের মাঠকর্মীদের চ্যালেঞ্জ যেমন বাড়ছে, বিশ্বকাপে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ ঘিরে ততটাই জাগছে শঙ্কা।

লন্ডনের আবহাওয়ার পূর্বাভাস বলছে বুধবার ম্যাচের দিনও হবে বৃষ্টি। দিবা-রাত্রির ম্যাচ হওয়ায় সে শঙ্কা আরও বেশি।

বিশ্বকাপে স্বপ্নের মতো শুরু পেয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এবার তারা মুখোমুখি হচ্ছে নিজেদের মধ্যে লড়াইয়ে। কার্ডিফে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে উড়িয়ে দিয়ে লন্ডনে এসেছে কিউইরা।

বলা চলে শুরুর ধাপে বাংলাদেশের হোম ভেন্যুই এটি। ওভালেই সাউথ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে টাইগাররা শুরু করেছে বিশ্বকাপ অভিযান। উত্তেজনায় ঠাসা এক ম্যাচ মাঠে গড়ানোর যখন অপেক্ষা, তখন ভেন্যুর আকাশে জমাট বেধেছে সাদা মেঘের দল।

সারাদিন ত্রিপল আবৃত ছিল ওভালের মধ্যমাঠ। জুতসই অনুশীলন করতে পারেনি নিউজিল্যান্ড। রাতের আলোর সঙ্গে খাপ খাইয়ে নিতে বাংলাদেশ অনুশীলন করবে স্থানীয় সময় ৬টা থেকে (বাংলাদেশ সময় রাত ১১টা)।