চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর নিয়েও অনিশ্চয়তা

করোনাভাইরাসের কারণে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ স্থগিত হয়ে আছে সেই কবে থেকে। বাংলাদেশ দলের আয়ারল্যান্ড সফরও স্থগিত একই কারণে। জুলাইয়ে টাইগারদের শ্রীলঙ্কা সফর নিয়েও আছে অনিশ্চয়তা। তামিম-মুশফিকরা কবে আন্তর্জাতিক ম্যাচে মাঠে ফিরবে সেটি নিয়ে কোনোরকম ধারনাও করতে পারছেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড তিন ম্যাচের টেস্ট সিরিজের আয়োজন করতে চাইলেও বিসিবি সভাপতি সাফ জানিয়ে দিলেন, যেখানে অক্টোবর-নভেম্বরের টি-টুয়েন্টি বিশ্বকাপই পিছিয়ে দেয়ার কথা ভাবছে আইসিসি, সেখানে তারও দুই মাস আগে দ্বিপাক্ষিক সিরিজের কথা চিন্তা করা মোটেও সহজ ব্যাপার নয়।

‘দেখেন, আয়োজন করতে চাইলেই তো হল না। আমরা দল পাঠাতে পারব কিনা, আমাদের খেলোয়াড়দের পাঠানো ঠিক হবে কিনা এই মুহূর্তে। কোথায় থাকবে, কী করবে। এগুলো সহজ সিদ্ধান্ত না। একটা জায়গা (শ্রীলঙ্কায় করোনা সংক্রমণ খুব কম) এখন ভালো আছে, একমাস পরে দেখা গেল আবার বিস্তার হচ্ছে ওখানটায়। এটা তো বলা যাচ্ছে না শেষ হবে কোথায় বা কখন কী পরিস্থিতি। আমরা অন্যদের পর্যবেক্ষণ করব। আইসিসি কী করে, এসিসি (এশিয়ান ক্রিকেট কাউন্সিল) কী করে, অন্য দেশগুলো কী করছে।’

করোনাভাইরাস পরিস্থিতি যথেষ্ট নিয়ন্ত্রণে রাখতে পেরেছে শ্রীলঙ্কা সরকার। তাদের ক্রিকেট বোর্ড তাই ভাবছে খেলা ফেরানোর। জুনের শেষদিকে ভারত ও জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দুটি নির্ধারিত সময়েই আয়োজন করতে চায় তারা।

নাজমুল হাসান জানালেন আসন্ন সিরিজ নিয়ে আলোচনা হয়নি লঙ্কান বোর্ড কিংবা বিসিবির অভ্যন্তরেও, ‘না, কোনো আলোচনা হয়নি। বিশ্বকাপ যেটা ছিল সেটাই পেছানোর কথা বলছে। এখানে দ্বিপাক্ষিক কী হবে এটা বলা অত্যন্ত কঠিন। মানে বলতে চাই আইসিসি ইভেন্টগুলো কবে হবে আমরা জানি না। যদি জানতে পারি তাহলে ওই অনুযায়ী আবার রি-শিডিউল করতে হবে। এটা বিরাট ঝামেলা সামনে আছে। এটা সবার জন্য একই। আমরা চেষ্টা করব বেশিরভাগ খেলা যা ছিল তা রাখতে পারি কিনা।’

বুধবার জাতীয় ক্রীড়া পরিষদে করোনায় ক্ষতিগ্রস্ত খেলোয়াড়দের জন্য আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। ২৪টি ফেডারেশন থেকে মনোনীত প্রায় ছয় শতাধিক খেলোয়াড়ের প্রত্যেককে ১০,০০০ টাকার চেক দেয়া হয়েছে। খেলোয়াড়দের পক্ষে তাদের নিজ নিজ ফেডারেশনের প্রতিনিধি চেক গ্রহণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান। সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে শ্রীলঙ্কা সফর নিয়ে এসব কথা বলেন তিনি।