চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বাংলাদেশে জিএসপি সুবিধা ফেরার ব্যাপারে আশাবাদী বার্নিকাট

বাংলাদেশে জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়ার ব্যাপারে আশাবাদী মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট।রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কাছে সার্চ অ্যান্ড রেসকিউ ইকুইপমেন্ট হস্তান্তর অনুষ্ঠান শেষে ওই বিষয় নিয়ে কথা বলার সময় একথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।

বাংলাদেশে জিপিএস সুবিধা ফিরিয়ে দেয়া নিয়ে রাষ্ট্রদুতের কাছে প্রশ্ন ছিলো সাংবাদিকদের। তার জবাবে তিনি বলেন, এরই মধ্যে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে আমি সন্তুষ্ট। বিগত ২ বছর ধরে এই বিষয়গুলো নিয়েই কাজ হচ্ছে। আমরা তাদের সহযোগিতা করতে চাই। যারা কঠোর পরিশ্রম করছে এবং ইউনিয়নে কাজ করছে তাদের আমরা উদাহরণ হিসেবে সবার সামনে উপস্থাপন করেছি। আমরা সত্যিই খুব আশাবাদী। পুরো ইন্ডাস্ট্রির অন্যদের প্রভাবিত করার ব্যাপারেও আমরা আশাবাদী। 

২০১৩ সালে তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ড ও রানা প্লাজা ধসে শ্রমিক নিহত হওয়ার প্রেক্ষাপটে কারখানার কর্মপরিবেশের উন্নতি না হওয়া পর্যন্ত বাংলাদেশের পণ্যে অগ্রাধিকারমূলক বাজার-সুবিধা (জিএসপি) প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র।