চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বাংলাদেশের সার্বভৌমত্ববাদ হৃদয়ে ধারণ করতে হবে: প্যাট্রিক ডি’রোজারিও

প্রথম বাঙালী কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্ববাদ সবার হৃদয়ে ধারণ করতে হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদের মতো বৈশ্বিক সমস্যা যথাযথ শিক্ষা ও মানবতাবোধের অভাব এবং রাজনীতিতে ধর্মের ব্যবহারের কারণে বিস্তার পাচ্ছে বলেও মনে করেন তিনি।

বাংলাদেশের অভ্যুদয়ের সাথে মিশে আছে এদেশের বিভিন্ন ধর্মাবলম্বীর মধ্যকার ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির সম্মিলন। এরই স্বীকৃতিতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মগুরু কার্ডিনাল পদে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো মনোনীত হয়েছেন প্যাট্রিক ডি রোজারিও।

ইস্টার সানডেকে সামনে রেখে খ্রিস্টান ধর্মাবলম্বীদের এই ধর্মগুরু চ্যানেল আইয়ের সঙ্গে কথা বলেছেন, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সংবিধান, ধর্মনিরপেক্ষতার নীতি, শিক্ষা, ধর্মীয় সহিষ্ণুতার বিভিন্ন দিকসহ রাষ্ট্র বনাম ধর্ম নিয়ে তার সরল উপলব্ধি নিয়ে।

তুলে ধরেছেন, সাম্প্রতিক উগ্রবাদি হামলা কাটাতে করণীয়, মানবিক শিক্ষার গুরুত্ব, তরুণ সমাজকে সঠিক পরিচালনাসহ রাজনীতির নানা দিন দিক।

সকল প্রতিকূলতার মধ্যে এদেশে বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যকার সম্প্রীতির যে সুর ধ্বনিত হয় তা নিয়ে এগিয়ে চলতে বললেন কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: