চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বাংলাদেশের মাইলফলকের ম্যাচে রাব্বির অভিষেক

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশের ৩৫০তম ওয়ানডে ম্যাচে অভিষিক্ত হলেন জাতীয় দলে নতুন মুখ ফজলে মাহমুদ রাব্বি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই একাদশে জায়গা পেয়েছেন ৩০ পেরিয়ে আসা এ বাঁহাতি ব্যাটসম্যান।

রাব্বির অভিষেকের দিনে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

আগের ৩৪৯ ওয়ানডে খেলা বাংলাদেশ ১১৩টিতে জয় পেয়েছে। হেরেছে ২২৯ ম্যাচে। পরিত্যক্ত হয়েছে ৭টি ম্যাচ। ঘরের মাঠে দ্বিপাক্ষিক সিরিজে জিম্বাবুয়েকে টানা ১১ ম্যাচ হারিয়েছে বাংলাদেশ। গত ২১ বছরে মুখোমুখি ৬৯ দেখায় বাংলাদেশ জিতেছে ৪১টিতে। সেখানে জিম্বাবুয়ের জয় ২৮ ম্যাচে।

জ্বরের কারণে একাদশে নেই রুবেল হোসেন। এ পেসারের জায়গায় প্রথম ওয়ানডেতে খেলছেন পেস-অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

ব্যাটিংয়ের পাশাপাশি বাঁ-হাতের স্পিন কার্যকরী হওয়ায় রাব্বিকে সাকিব আল হাসানের বিকল্প ভাবা হচ্ছে সিরিজে।

বাংলাদেশের ১২৯তম খেলোয়াড় হিসেবে অভিষেক হল রাব্বির। সবশেষ এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে অভিষিক্ত হন বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু।

১৪ বছর ধরে লিস্ট ‘এ’ ও প্রথম শ্রেণির ক্রিকেট খেলছেন রাব্বি। পেয়েছেন ঘরোয়ায় ধারাবাহিকভাবে রান করে যাওয়ার পুরস্কার। ক্যারিয়ার শুরুর সময়ে ৫০ ওভারের ম্যাচে নামতেন ওপেনিংয়ে। তিনে ব্যাট করেছেন দীর্ঘদিন। এখন নামেন ৫-৬ নম্বরে। টপঅর্ডার এমনকি মিডলঅর্ডারেও ব্যাট করার দক্ষতা থাকায় বিবেচনায় আসেন এই অলরাউন্ডার।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, ইমরুল কায়েস, ফজলে রাব্বি, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান।