চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বাংলাদেশের পাশে থাকতে মোদি’র অঙ্গীকার (ভিডিও)

সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ে বাংলাদেশের প্রতি ভারতের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সন্ত্রাসের বিরুদ্ধে এই লড়াইয়ে বাংলাদেশকে সবরকম সহায়তা করতে ভারত সবসময় প্রস্তুত আছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর উদ্বোধনের বক্তব্যে বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় ঘোষণা করেন মোদি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন,‘ আপনার নেতৃত্ব উপমহাদেশের একটি দৃষ্টান্ত। সন্ত্রাসের বিরুদ্ধে চলমান লড়াইতে আপনি নিজেকে একা ভাববেন না। ভারতের পূর্ণ সমর্থন আপনার সঙ্গে আছে’।

বাংলাদেশ এবং ভারতের অগ্রগতির পথে সন্ত্রাসবাদ একটি একক চ্যালেঞ্জ উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন,‘ সন্ত্রাসের বিরুদ্ধে এই লড়াইতে বাংলাদেশকে সবরকম সহায়তার জন্য ভারত সবসময় প্রস্তুত আছে’।

সম্প্রতি গুলশান হামলা এবং শোলাকিয়ায় ঈদগাহ ময়দানের কাছে সন্ত্রাসী হামলার ঘটনায় আবারও কঠোর ভাষায় নিন্দা জানান তিনি।