চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বাংলাদেশের টেস্ট দলও ১৮ সদস্যের

প্রাথমিক দলে ছিলেন ২০ ক্রিকেটার। সেখান থেকে বাদ দেয়া হয়েছে নুরুল হাসান সোহান ও খালেদ আহমেদকে। বাকি ১৮ ক্রিকেটারকে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ওয়ানডের পর টেস্ট দলে ফিরেছেন সাকিব আল হাসান। নেতৃত্বে থাকছেন যথারীতি মুমিনুল হক।

হাসান মাহমুদ ও ইয়াসির আলি ছাড়া দলের সবার টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে। এ দুজনই গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের দলে ছিলেন। যদিও টেস্ট ক্যাপ পরা হয়নি তাদের।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও বাংলাদেশ দল ছিল ১৮ জনের। পাঁচ ক্রিকেটারের মাঠে নামাই হয়নি। প্রথম দুই ম্যাচ একই দল নিয়ে নামে টাইগাররা। তৃতীয় ও শেষ ম্যাচে একাদশে আসে দুই পরিবর্তন।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন সাকিব। অলরাউন্ড নৈপুণ্যে প্রত্যাবর্তন রাঙিয়ে পান সিরিজ সেরার পুরস্কার।

সাকিব সবশেষ টেস্ট খেলেছেন ২০১৯ সালের সেপ্টেম্বরে। চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সব ঠিক থাকলে  ১৫ মাস বিরতির পর আগামী ৩ ফেব্রুয়ারি বন্দরনগরীতেই লাল বলের ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটবে সাকিবের।

বাংলাদেশের টেস্ট দল
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মো: মিঠুন, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরী, সাইফ হাসান, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন, হাসান মাহমুদ।