চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বাংলাদেশের খেলা, তাই সিনেমা হল বন্ধ!

বিশ্বকাপ ক্রিকেটের এবারের আসরে সেমিফাইনালের স্বপ্নে বিভোর বাংলাদেশ ক্রিকেট দল। অথচ হাতে বাকি দুই ম্যাচ। একটি ভারতের সাথে, অন্যটি পাকিস্তানের বিপক্ষে। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে ভারতের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচটি ‘ডু অর ডাই ম্যাচ’! আর এদিনের কথা বিবেচনা করে বন্ধ রাখা হয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ সিনেমা হল বলাকা!

মঙ্গলবার দুপুরে বলাকা সিনেমা হলের দায়িত্বে থাকা ম্যানেজার মো. শাহীন এমন তথ্যই জানালেন। হলটিতে গত শুক্রবার থেকে চলছে কলকাতা থেকে আমদানিকৃত ছবি ‘ভোকাট্টা’।

শাহীন জানান, বাংলাদেশের খেলার দিন এমনিতেই সিনেমা হলে দর্শক পাওয়া যায় না, আর আমদানিকৃত ‘ভোকাট্টা’ নিয়ে দর্শকের মধ্যেও তেমন আগ্রহ নেই। শুক্রবার মুক্তির পর থেকেই ছবিটি দেখতে হাতে গোনা কয়েকজন ছাড়া সেইভাবে দর্শকই আসছে না। এইসব দিক বিবেচনা করেই মঙ্গলবার সবগুলো শো বন্ধ রাখা হয়েছে।

আমদানি করা ছবি বাংলাদেশে এমনিতেই কম চলে, তারউপর চলছে ক্রিকেট বিশ্বকাপের আসর। এসব কারণে বাংলাদেশের ৪২টি প্রেক্ষাগৃহে ‘ভোকাট্টা’ মুক্তি পেলেও প্রায় দর্শক শূন্য সব হলেই।

বলাকা ছাড়াও আরো বেশকিছু প্রেক্ষাগৃহে খোঁজ নিয়ে জানা যায়, কলকাতার নামী প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ প্রযোজিত, ওম এবং এলিনা অভিনীত ‘ভোকাট্টা’ কোথাও সেভাবে দেখছে না দর্শক।

ফার্মগেটের আনন্দ সিনেমা হলের ম্যানেজার শামসুদ্দিন মোহাম্মদ বলেন, কলকাতার কোনো ছবিই দর্শক দেখতে চায় না। ভোকাট্টাও দেখছে না। দর্শক নেই বললেই চলে। যে নায়ক-নায়িকা অভিনয় করেছেন তাদেরকে দর্শক সেভাবে চেনে না।

তিনি আরো বলেন, ঈদের পর নতুন ছবি নেই, সেজন্য সিনেমা হল চালু রাখার জন্য ‘ভোকাট্টা’ প্রদর্শন করছিলাম। তাও চললো না। কোনোভাবে সপ্তাহ পার হলে বেচে যাই! আগামী সপ্তাহ থেকে ‘আব্বাস’ প্রদর্শন করবো।

‘অভিসার’ সিনেমা হলের ম্যানেজার খাইরুল কবির বলেন, ১০ পারসেন্ট দর্শক নেই। ধুঁকে ধুঁকে চলছে। ছবিও তেমন ভালো না। ‘ছবি কেমন যাবে সেটা প্রথম দিনেই আমরা বুঝতে পারি। ‘তখনই টের পেয়েছি এই ছবি দর্শক দেখবে না। তাই হচ্ছে, মানুষ দেখছে না! তার উপর বিশ্বকাপের জন্যতো আরো দর্শক খরা। আর যেদিন বাংলাদেশের খেলা, সেদিনতো কোনো দর্শকই থাকে না।

ভোকাট্টা ছবি ‘মোটেও ভালো চলছে না’ সেটা জানা গেল বুকিং এজেন্ট সমিতির সভাপতি সারোয়ার ভুঁইয়া দিপুর সঙ্গে আলাপ করে। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, সবখানেই খারাপ অবস্থা। আমি খোঁজ নিয়েছি, কোথাও ভালো যাচ্ছে এই খবর পাইনি। এখনো পর্যন্ত কোনো হল থেকে নেমে যায়নি। তবে ছবি ভালো চলছে না এটা নিশ্চিত।

‘দর্শক কেন দেখছে না’ এমন প্রশ্ন করলে বুকিং এজেন্ট সমিতির সভাপতি বলেন, ‘মানুষ জানেই না ভোকাট্টা নামে একটা ছবি চলছে। তাছাড়া বিশ্বকাপ ক্রিকেটের আমেজ এখন। যারা নিয়মিত ছবি দেখে তারাও যাচ্ছে না। ছবির যে নায়ক-নায়িকা ওরাও নতুন। এদেশের দর্শকদের কাছে পরিচিত নন। আর কলকাতার ছবির নাম শুনলেই মানুষ দেখতে চায় না।

শুধুমাত্র এদেশের শাকিব খান যদি কলকাতার কোনো ছবি সেটা এদেশের দর্শক খায় ভালো। তাছাড়া কলকাতার যতবড় স্টার হোক না কেন যৌথ প্রযোজনার বাইরে কলকাতার লোক ছবি হলেই সেটার ভরাডুবি হয়েছে।

দম ফাটানো হাসির ছবি ‘ভোকাট্টা’র গল্প ও চিত্রনাট্য করেছেন পেলে ভট্টাচার্য্য। এসকে মুভিজের প্রযোজনায় এটি পরিচালনা উড়িষ্যার পরিচালক রমেশ রাট। ছবিটি বাংলাদেশে সাফটা চুক্তির মাধ্যমে মুক্তি দিয়েছে শাপলা মিডিয়া। এ ছবির বিনিময়ে ওপারে মুক্তি যাচ্ছে বয়ফ্রেন্ড ছবি। উত্তম আকাশের পরিচালনায় সেখানে অভিনয় করেছেন তাসকিন রহমান ও সৌমি।