চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বাংলাদেশকে ১৭৮ রানের চ্যালেঞ্জ দিল আয়ারল্যান্ড

টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে দ্বিতীয় আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে ১৭৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে আয়ারল্যান্ড। দুবাইয়ে টস জিতে আগে ব্যাট করতে নেমে গ্যারেথ ডিলানির ঝড়ো ফিফটিতে বড় সংগ্রহ গড়ে আইরিশরা।

২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে আয়ারল্যান্ড তোলে ১৭৭ রান। ডিলানি ৫০ বলে ৮৮ রানে অপরাজিত থাকেন। তিনটি চার ও আটটি ছক্কা আসে তার ব্যাটে। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন দলটির অধিনায়ক এন্ড্রু বালবির্নে।

তাসকিন আহমেদ দুটি ও নাসুম আহমেদ একটি উইকেট নেন। আইপিএল শেষে টাইগার ডেরায় ফেরা মোস্তাফিজুর রহমান এদিন ছিল খরুচে। ৪ ওভারে ৪০ রান দিয়েছেন বাঁহাতি পেসার। আরেক বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ৪ ওভারে দিয়েছেন ৪১ রান।

তাসকিন ৪ ওভারে দেন মাত্র ২৬ রান। শেখ মেহেদীও ভালো বোলিং করেছেন। ৩ ওভারে খরচ করেছেন ১৫ রান। সৌম্য সরকার ২ ওভারে দেন ১৩।

চোটের কারণে এই ম্যাচেও খেলতে পারেননি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দলকে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে হারে বাংলাদেশ।