চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বাংলাদেশকে তুলে ধরতে নিউইয়র্কে বাংলাদেশ কনভেনশন

বাংলাদেশের ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য বিশ্বের সামনে তুলে ধরতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ২, ৩ এবং ৪ সেপ্টেম্বর – এ তিন দিন হয়ে গেল বাংলাদেশ কনভেনশন। শুক্রবার জ্যাকসন হাইটসে কনভেনশন উদ্বোধন করা হয়।

বাংলাদেশ সোসাইটির সভাপতি আজমল হক কুনু, সাধারণ সম্পাদক আবদুল রহীম হাওলাদার, মেলা আয়োজক কমিটির প্রধান আলমগীর খান, কমিউনিটি অ্যাকটিভিস্ট কাজী আজম, জ্যাকসন হাইটস বিজনেস অ্যাসোসিয়েশন বাংলাদেশের সহসভাপতি শাহ নেওয়াজসহ অতিথিরা কনভেনশন উদ্বোধন করেন। তাদের বক্তৃতার পরে ছিল ‘স্বরলিপি’র সাংস্কৃতিক অনুষ্ঠান।

কনভেনশন কমিটির প্রধান বলেন, প্রবাসে বাংলাদেশের ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতেই এ আয়োজন।

অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাংলাদেশের শিল্পী কুমার বিশ্বজিত, সেলিম চৌধুরী, অণিমা রায়, রিজিয়া পারভিন, তানভীর তারেক, ইলিয়াস হাসেন, মিলা, ইমরান, ভাবনা, নিশা এবং প্রিয়া।

কনভেনশনের আয়োজন করেছে ইন্টারফেইথ হারমনি অ্যান্ড ওয়ার্ল্ড পিস, সহ-আয়োজক বাংলাদেশ কনভেনশন অব নর্থ আমেরিকা। মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই।