চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বাঁশখালীতে ‘গণ্ডামারা বাচাঁও আন্দোলন’ কমিটি

চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারায় ‘পরিবেশ বিধ্বংসী’ কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিরুদ্ধে ‘গণ্ডামারা বাচাঁও আন্দোলন’ নামে ২০১ সদস্যের একটি কমিটি গঠন করেছে স্থানীয়রা।

সম্প্রতি ঘটে যাওয়া সংঘর্ষে নিহত দুই জনের বড়ভাই বদি আহাম্মদকে কমিটির সভাপতি এবং আব্দুল মালেককে সাধারণ সম্পাদক করা হয়েছে।

ওই কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে, সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীকে।

আগামী বুধবার গণ্ডামারায় কয়লা বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে জনসভা আহবান করেছে নবগঠিত এ কমিটি।

এদিকে ভিটে-মাটি ও কবরস্থান রক্ষা সংগ্রাম কমিটির নেতা লেয়াকত আলী কারো সাথে পরামর্শ না করে শনিবার ১৫ দিনের জন্য সকল প্রতিবাদ কর্মসূচি স্থগিত ঘোষণা করায় ক্ষুদ্ধ আন্দোলনকরারীদের একাংশ।

এর আগে ৫ এপ্রিল গণ্ডামারায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে জমি অধিগ্রহণকে কেন্দ্র করে এলাকাবাসীর সঙ্গে নির্মাণকারী প্রতিষ্ঠানের কর্মী ও পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত হয়। ঘটনায় অন্তত আড়াই হাজার জনকে আসামী করে মামলা করা হয়েছে।