চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বস্তিতে আগুন রোধে লুমকানি ডিভাইস

রাজধানীর বস্তিতে আগুন লাগা ঠেকাতে নতুন একটি ডিভাইস স্থাপন করা হচ্ছে। লুমকানি নামের ওই ডিভাইসটি ঘরে অস্বাভাবিক তাপ সৃষ্টি হলে সতর্কতা সংকেত দিবে। বাড়ির বাসিন্দা, প্রতিবেশি ও ফায়ার সার্ভিসের কাছে কাছে এসএমএস এর মাধ্যমে আগুন লাগার খবর জানিয়ে দেবে।

রাজধানীর অন্যতম অগ্নি ঝুঁকিপূর্ণ এলাকা কড়াইল বস্তি। গত এক দশকে এখানে বেশ কয়েকটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রিয়জন হারিয়েছেন অনেকে, হয়েছেন নিঃস্ব। আগুনের হাত থেকে কড়াইল বস্তি রক্ষায় ঘরে ঘরে লুমকানি নামের একটি ডিভাইস স্থাপন করছে ব্র্যাক আরবান ডেভলপমেন্ট প্রোগ্রাম।

লুমকানি মূলত হিট ডিটেক্টর। ডিভাইসটির পরীক্ষামূলক সফলতা তুলে ধরলেন নির্মাতা প্রতিষ্ঠানের এই পরিচালক। এরই মধ্যে ডিভাইসটি এখানকার বাসিন্দাদের মাঝে সচেতনতা তৈরি করেছে।

লুমকানি ডিভাইস স্থাপনে রাজধানীর বস্তিগুলোতে কাজ করেছে আজিজ অ্যান্ড কোম্পানি ও ওয়ার্ল্ড ভিশনের মতো প্রতিষ্ঠান। বস্তি ছাড়াও ভবিষ্যতে ঝুঁকিপূর্ণ ভবনেও লুমকানি ডিভাইস স্থাপন করা হবে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: