চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বসন্ত ও ভালোবাসার রঙে রঙিন চ্যানেল আই

বসন্ত মানেই নতুন প্রাণের কলরব। প্রকৃতিতে সাজ সাজ রব। যেন বলে দিচ্ছে ‘আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা/ কারা যে ডাকিল পিছে! বসন্ত এসে গেছে।’ বসন্তের ছোঁয়া লেগেছে চ্যানেল আই ভবনের ছাতিম তলাতেও। শিমুল রাঙা প্রকৃতিকে স্বাগত জানিয়ে বসন্তের প্রথম দিনে বিশেষ আয়োজন রেখেছে চ্যানেল আই। সেই সঙ্গে আছে ভালোবাসা দিবস।

আজ সোমবার সকালে নির্ধারিত সময়ে শুরু হয়েছে চ্যানেল আইয়ের ‘গানে গানে সকাল শুরু’র বিশেষ পর্ব ‘ভালোবাসা দিবসে বসন্ত বরণ ১৪২৮’। মঞ্চে গান করেছেন জনপ্রিয় রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও তার সংগীত শিক্ষা প্রতিষ্ঠান সুরের ধারার শিল্পীরা। ছিল নাচ ও আবৃত্তিও।

বর্ণিল সাজে সেজেছে চ্যানেল আইয়ের ছাতিম তলা। অনুষ্ঠানে এসেছেন আমন্ত্রিত অতিথিরা। সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল আই।