চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

গোপালগঞ্জের ভিসি’র পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের অনশন

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণের দাবিতে অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার রাত থেকে ক্যাম্পাসের ভেতরে এ কর্মসূচি পালন করছেন তারা।

ফেসবুকে দেয়া স্ট্যাটাসের জেরে গত ১১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ফাতেমা তুজ জিনিয়াকে সাময়িকভাবে বহিষ্কার করে কর্তৃপক্ষ।

এ নিয়ে দেশব্যাপী ব্যাপক সমালোচনা শুরু হলে শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয়।

এরপর বুধবার রাত ৯টার পর শিক্ষার্থীরা ১৪ দফা দাবিতে ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরিস্থিতি ঘোলাটে হয়ে গেলে বৃহস্পতিবার ভোররাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেন।

কিন্তু দাবি মেনে নেয়ার ৫ ঘণ্টা পর শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক খোন্দকার নাসির উদ্দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। পরবর্তীতে কর্মসূচি পরিবর্তন করে বৃহস্পতিবার রাত থেকে অনশন কর্মসূচি শুরু করেন।

এই কর্মসূচি শুক্রবারও অব্যাহত রয়েছে।