চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বলিউডে পাকিস্তানি শিল্পীদের উপর নিষেধাজ্ঞা!

সম্প্রতি ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যের পুলওয়ামার অবন্তীপুররে সিআরপিএফের গাড়িবহরে পাকিস্তানের জঙ্গিদের হামলায় সারা ভারতবর্ষ জুড়ে শুরু হয়েছে প্রতিবাদের ঝড়। যেখানে পিছিয়ে নেই বলিউড ফিল্ম ইন্ড্রাস্ট্রিও।

আর সেই প্রতিবাদের সুরেই ভারতের প্রতিবেশী দেশ (পাকিস্তান) এর সাথে সকল সম্পর্ক ছিন্ন করার দাবি তুলেছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন।

সোমবার অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন ঘোষণা করেছে যে, বলিউডের কোন প্রজেক্টের সাথে কোন পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রী ও শিল্পীকে যুক্ত করা যাবে না। এমনকি তাদের সাথে কাজ করা যাবে না ৷ যদি নির্দেশ অমান্য করে কোন সংগঠন পাকিস্তানি শিল্পীদের কাজ দেয় তাহলে সেই সংগঠনকে ব্যান করবে সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন ৷ কারণ সবার কাছে দেশ আগে ৷

এদিকে সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রোনক সুরেশ জৈন পুলওয়ামার হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন যে, তারা শহীদ পরিবারের পাশে আছেন ৷ সন্ত্রাস ও অমানবিকতার আবহে সিনে ওয়ার্কার্স দেশের পাশে আছে ৷ এর আগেও ভারতে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করার দাবি করা হয়েছিল ৷