চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বর্জ্যে ভরে যাচ্ছে আমিনবাজারের বিশাল ল্যান্ডফিল

ঢাকা উত্তর সিটির বর্জ্যে দিন দিন ভরে যাচ্ছে আমিনবাজারের বিশাল ল্যান্ডফিল। পরিবেশের জন্য ক্ষতিকর ওপেন ডাম্পিং সিস্টেম থেকে আধুনিক পদ্ধতিতে আসতে কাজ করছে সিটি করপোরেশন। জাইকার সহায়তা বর্জ্য ব্যবস্থাপনার মাস্টার প্ল্যান তৈরির কাজ চলছে।

এই ল্যান্ড ফিলে এখন ভূমি থেকে ৩০ ফুট উচ্চতায় আবর্জনা ফেলা হচ্ছে। এর উপরে আর ৩০ ফুট পর্যন্ত আবর্জনা ফেলা যাবে বলে আশা করছে সিটি করপোরেশন। কিন্তু যে হারে বর্জ্য বাড়ছে তাতে দু-এক বছরের মধ্যেই এখানে আর জায়গা থাকবে না। সব ধরনের বর্জ্য একসঙ্গে করে উন্মুক্ত ভাবে ডাম্পিং করা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।

আধুনিক প্রযুক্তিতে যেতে চায় সিটি করপোরেশনও। জাইকার সহায়তায় তারা সলিড ওয়েস্ট টেকনিক্যাল ম্যানেজমেন্ট কোঅপারেশন প্রজেক্টের মাধ্যমে মাস্টার প্ল্যান তৈরির কাজ করছে।

মাস্টার প্ল্যানে ওয়েস্ট রিসাইক্লিং কমপ্লেক্স এবং ইকো টাউন গড়ে তোলা হবে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে