চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বরাবরের মতো মেসিই টানলেন

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রোনাল্ড কোম্যান বলেছিলেন, অন্যদের মেসিকে সাহায্য করা দরকার। প্রত্যেকেরই দায়িত্ব নেয়া দরকার।

মেসি একা কত টানবেন, অন্যদেরও গোল করা দরকার, বার্সেলোনা কোচের বার্তা ছিল এই। কিন্তু মাঠে ঘটল সেই চিরচেনা দৃশ্যই, মেসি গোল করলেন-করালেন। বোনাস হল, সঙ্গে দেখলেন একটি হলুদ কার্ডও।

মেসিময় এমন ম্যাচে যথারীতি জয় পেয়েছে বার্সা। সেভিয়ার মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে। সেভিয়ার বিপক্ষে তিন ম্যাচ পর জয় দেখল কোম্যানের শিষ্যরা।

তাতে পয়েন্ট টেবিলে রিয়ালকে টপকে দুইয়ে উঠে গেছে বার্সা। ২৫ ম্যাচে কাতালানদের পয়েন্ট ৫৩। এক ম্যাচ কম খেলে ৫২ পয়েন্টে রিয়াল তিনে। স্প্যানিশ টেবিলের শীর্ষে অ্যাটলেটিকো, ৫৫ পয়েন্ট ২৩ ম্যাচে।

ম্যাচের ২৯ মিনিটে লিড আনে বার্সা। মাঝমাঠ থেকে মেসির লম্বা করে বাড়ানো পাসে নিয়ন্ত্রণ নিয়ে অনেকটা দৌড়ে জালে বল জড়ান উসমানে ডেম্বেলে।

গোলটি স্বাগতিক গোলরক্ষকের বুকে হানা দেয়ার মতোই, সেভিয়া গোলরক্ষক ইয়াসিন বোনো যে লিগে পাঁচ ম্যাচ পর গোল হজম করলেন, সময়ের হিসেবে সেটি ৫৫৭ মিনিট।

মধ্যবিরতির আগে ৪২ মিনিটে বাজে ট্যাকলের জন্য হলুদ কার্ড দেখেন মেসি। ম্যাচের ৮৫ মিনিটে অধিনায়ক পান গোলের দেখা। লিগে চলতি মৌসুমে ১৯তম গোল, যা এবারের সর্বোচ্চ।