চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বরগুনায় ব্যতিক্রমী কিষানি বাজার

বরগুনায় গ্রামীণ নারীদের উৎপাদিত সবজি সরসারি বাজারজাতের জন্য গড়ে তোলা হয়েছে কিষানি বাজার। কিষানিরা জানান, সরাসরি ভোক্তার কাছে বিক্রি করায় দ্বিগুণ লাভবান তারা।

গ্রামীণ নারীদের উৎপাদিত শাক-সবজি বাজারজাতকরণের লক্ষ্যে বরগুনা শহরের কলেজ রোড এলাকায় সম্প্রতি যাত্রা শুরু করেছে কিষানি বাজার। উদ্দেশ্য প্রান্তিক মহিলারা যাতে তাদের কৃষিপণ্য সরাসরি বাজারজাত করতে পারেন।

নারী কৃষকের উৎপাদিত বিষমুক্ত সবজি সঠিক দামে কিনতে পেরে সন্তুষ্ট ক্রেতারাও। কিষানি বাজার পরিচালনার দায়িত্বে রয়েছেন নারীরাই। তবে সব ধরনের ক্রেতার জন্য উন্মুক্ত বাজারটি।

বাজারটি নারী কৃষকদের জন্য উন্মুক্ত বাজারটিতে বসার জন্য দিতে হয় না খাজনা।

আরও দেখুন হাসান ঝন্টুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্টে: