চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রকাশ

বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেমসহ ৪৮ জনের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে সুপারিশ করেছে তদন্ত কমিটি।

বুধবার সকালে সচিবালয়ে এফ আর টাওয়ারে আগুনের ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম।

নকশা অনুমোদন এবং নির্মাণ কাজের ত্রুটির জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তা-কর্মচারী, সংশ্লিষ্ট আবাসন প্রতিষ্ঠানের অনেককে দায়ী করে ওই তদন্ত প্রতিবেদনে ভবনটির ১৮ তলার উপরের অংশ অবৈধ বলা হয়েছে।

গত ২৮ মার্চ দুপুর ১২টা ৫৫ মিনিটে ২৩ তলা বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা ৭টায় ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট আগুন নেভায়। এ ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়।