চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বঙ্গভবনে ‘ফাগুন হাওয়ায়’ এর বিশেষ প্রদর্শনী দেখলেন রাষ্ট্রপতি

ভাষার জন্য জীবন দেয়ার নজির খুব কমই আছে। বাংলাই একমাত্র ভাষা যার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন এই বাংলার দামাল ছেলেরা। ৫২’র সেই ভাষা আন্দোলনের পটভূমি নিয়ে তৌকির আহমেদের পরিচালনায় ‘ফাগুন হওয়ায়’ চলচ্চিত্র নির্মাণ করেছে ইমপ্রেস টেলিফিল্ম। ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে বাংলাদেশে প্রথম কোন চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’।

শুক্রবার বিকেলে বঙ্গভবনের দরবার হলে ‘ফাগুন হওয়ায়’ চলচ্চিত্রটি প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে স্মারক তুলে দেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের কর্ণধাররা। পরে রাষ্ট্রপতিসহ আমন্ত্রিত অতিথিরা দরবার হলের বড় স্ক্রিনে ‘ফাগুন হওয়ায়’ চলচ্চিত্রটি উপভোগ করেন।