চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানে গাছ লাগাতে নির্দেশ

২৫ জনের বেশি উপস্থিত নয়

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ১৭ মার্চ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে গাছ লাগানোর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

এ নির্দেশনা অনুযায়ী নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ও সরকারি বেসরকারি স্কুল কলেজ, মাদ্রাসা, কারিগরি ও পলিটেকনিক ইনস্টিটিউটে ১০০টি করে গাছ লাগানোর সিদ্ধান্ত দেয়া হয়েছে।

তবে করোনা ভাইরাস সংক্রমণ রোধে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণের সময় শিক্ষক ও শিক্ষার্থীসহ সর্বোচ্চ ২৫ জন উপস্থিত থাকতে পারবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। তার বেশি গণজমায়েত নিষেধ করা হয়েছে।

আগামীকাল বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনে এ বৃক্ষ রোপণ অনুষ্ঠানের উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

করোনা ভাইরাসের বিস্তারের কারণে ১৮ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করছে সরকার।

আগামী ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা হবে কিনা- এ নিয়ে পরীক্ষার আগে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

বাংলাদেশে এখন পর্যন্ত মোট ৮ বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩ জন সুস্থ। বাকি ৫ জন অসুস্থ।

আক্রান্তদের ১ জন নারী এবং ২ জন ১০ বছরের কম বয়সী শিশু।