চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসের বিভিন্ন আয়োজন

রাজধানীতে উৎসবমুখর পরিবেশে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হচ্ছে। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন দিনটি নিয়ে বিভিন্ন উৎসবের আয়োজন করেছে। এসময় বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশে গড়ে তোলার লক্ষ্যে আরো বেশি কাজ করার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বাঙালি সাংস্কৃতিক জোটের উদ্যোগে বঙ্গবন্ধু উৎসব।

অনুষ্ঠানটির উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

শিশু দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় কেন্দ্রীয় কচি কাঁচার মেলা মিলনায়তনে।

বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উদ্যাপনে ১০ দিনের বইমেলা আয়োজন করেছে শিশু একাডেমী। আয়োজন ছিলো বাংলা একাডেমীতেও।

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন চিত্রাঙ্কনসহ নানা আয়োজন করে।

https://www.youtube.com/watch?v=i-fTPmBSas4&feature=youtu.be