চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের রঙ্গিন ভিডিও প্রকাশ

সাদা-কালো নয়, রঙ্গিন রূপে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রকাশিত হলো। বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের ভিডিওটি সাদা কালো থেকে এইচডি রঙ্গিন ভিডিওতে রূপান্তর করেছে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়।

রঙ্গিন এ ভিডিওতে তরুণ প্রজন্মকে ১৯৭১ সালে বঙ্গবন্ধু যেমন ছিলেন ঠিক সেভাবে উপস্থাপন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ঢাকার আর্মি স্টেডিয়ামে ইয়ং বাংলার আয়োজনে জয় বাংলা কনসার্টের এক পর্যায়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের রঙ্গিন ভিডিও।

এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর দৌহিত্র সজিব ওয়াজেদ জয়, রাদওয়ান মুজিব সিদ্দিকী এবং তাদের পরিবারের অন্য সদস্যরা।

৭ মার্চে জয়বাংলা কনসার্টে একে একে পারফর্ম করে আর্বোভাইরাস, নেমেসিস, শূন্য, ওয়ারফেইজ, ক্রিপটিক ফেইট-এর মতো সাত ব্যান্ড।

আয়োজকরা বলছেন, এ ধরণের কনসার্ট তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে আরও আগ্রহী করবে।

রাত বাড়ার সাথে সাথে বাড়তে থাকে উৎসাহী মানুষের ঢল। মুক্তিযুদ্ধের গানে মেতে ওঠে গ্যালারি ভর্তি দর্শক।