চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বগুড়া বইমেলায় শিক্ষার্থীদের ব্যাপক সাড়া

পহেলা ফেব্রুয়ারি থেকে বগুড়া সরকারি আযিযুল হক কলেজে চলছে ২১ দিনের বইমেলা।

বগুড়ায় এরকম আয়োজন এই প্রথম হলেও সাড়া পড়েছে বেশ ভালোই। মেলা চত্বর জুড়ে প্রতিদিনই বাড়ছে বইপ্রেমীদের ভিড়।

মেলায় সবচেয়ে বেশি ভিড় করছে কলেজ শিক্ষার্থীরা। প্রতিদিনিই বাড়ছে ক্রেতা ও দর্শনার্থীর সংখ্যা। বিকেল হলেই মেলা হয়ে ওঠে আনন্দমুখর।

শিক্ষার্থীরা বলছে, প্রতি বছরের মতো এবারেও বই মেলায় নতুন নতুন বই পেয়ে উপকৃত হচ্ছেন এবং তারা মেলা খুবই উপভোগ করছেন।

মেলায় বইয়ের ৪০টি স্টল ও ২০টি সাধারণ স্টল রয়েছে। এবারের বই মেলায় কলেজ শিক্ষকদের ২০টি বই প্রকাশিত হয়েছে। অন্য কবি ও সাহিত্যকদের নতুন বই এসেছে ১৫টি ।

আযিযুল হক কলেজের অধ্যক্ষ সামস-উল-আলম জয় বলেন, প্রতিবছরের মতো এবারো বই মেলায় বগুড়াসহ পাশ্ববর্তী অনেক এলাকা থেকে শিক্ষার্থী ও বইপ্রেমীরা এখানে এসেছে। শিক্ষার্থীদের বই পড়ার মানসিকতা এ মেলার ফলে আরো বেশি বৃদ্ধি পাবে।

মেলা চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। এই প্রথম ঢাকার বাইরে বগুড়া সরকারি আযিযুল হক কলেজে এত বড় বই মেলার আয়োজন।

মেলার আয়োজক কমিটি জানায়, কলেজের শিক্ষার্থীরা মেলা নিয়ে বেশ আনন্দিত। ২১ ফেব্রুয়ারি স্টল মালিকদের পুরস্কার দেয়া হবে ।