চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বগুড়ায় বর্বরতায় বৃটিশ-মার্কিন রাষ্ট্রদূতের শোক

বগুড়ার শিবগঞ্জের হরিপুর গ্রামের একটি শিয়া মসজিদে গুলিবর্ষণের ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হওয়ায় শোক ও নিন্দা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ এবং মার্কিন রাষ্ট্রদূত। বৃটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন এক বিবৃতিতে এবং মার্কিন অ্যাম্বাসেডর মার্শা বার্নিকাট এক টুইট বার্তায় এই বার্তা জানান।

রবার্ট ডব্লিউ গিবসন এক বার্তায় বলেন, বগুড়ায় মসজিদে নামাজের সময় বর্বর হামলার কথা শুনে আমি নিজেই হতভম্ব হয়েছি। মানুষের বিশ্বাসের ওপর এই রকমের আঘাত হানা কখনোই কাম্য নয়। আমি হতাহতের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছি।

অন্যদিকে বার্নিকাট এক টুইট বার্তায় লিখেন, শিয়া মসজিদে প্রার্থনারত অবস্থায় বাংলাদেশীদের উপর হামলার ঘটনায় গভীরভাবে শোকাহত। আক্রান্তদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।

এই হামলা বাংলাদেশে চরমপন্থী জঙ্গিদের সর্বশেষ হামলা বলে যোগ করেন বৃটিশ হাইকমিশনার। তিনি আরও লিখেছেন, সাম্প্রতিক সময়ে প্যারিস, মালি  এবং বৈরুতে একই ধরণের হামলা ও হত্যাযজ্ঞ হয়েছে। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে অবিলম্বে হামলাকারীদের সমূলে নিপাত করার জন্য আহ্বান করছি।