চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ফ্লোরিডায় মসজিদের বাইরে গুলিতে নিহত ১

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টম্পা বে ইসলামিক সোসাইটির মসজিদের বাইরে পার্কিং এলাকায় গুলি করে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

স্থানীয় সোমবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এবিসি।

হিলসবার্গ কাউন্টি অফিস এ বিষয়ে তদন্ত করছে। ওই অফিসের ডিপুটি জানিয়েছেন, নামাজে আসা দুই ব্যক্তিকে ইসলামিক সোসাইটির মসজিদের বাইরে পার্কিং এলাকায় বাকবিতণ্ডা করতে দেখা যায়। তর্কের সময় একজন আরেকজনকে গুলি করেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ওই কর্মকর্তা বলেন, একজনকে অস্ত্র হাতে দাঁড়িয়ে ছিলেন এবং অন্যজন গুলিবিদ্ধ অবস্থায় পড়েছিলেন। পরে গুলিবিদ্ধ ওই লোককে স্থানীয় টম্পা জেনারেল হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানিয়েছেন, নিহত ওই ব্যক্তিকে অন্তত দুইবার গুলি করা হয়েছে।

কর্তৃপক্ষের দাবি, তারা উভয় একে অপরকে আগে থেকেই চিনতেন। দুজনেই মসজিদে নামাজ পড়তে এসেছিলেন।

ওই ঘটনায় তদন্ত কর্মকর্তারা বলছেন, গুলি করা ব্যক্তি তদন্ত কাজে বেশ সহযোগিতা করছেন। তারা ঘটনার আগের বাকবিতণ্ডার ধরণ এবং আত্মরক্ষায় গুলি করা হয়েছে কি না তা বিশেষভাবে খতিয়ে দেখছে। তবে এটা কোনোভাবেই সন্ত্রাসী হামলা নয়।