চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ফ্রিদার চিত্রকর্ম বিক্রি হলো রেকর্ড দামে

মেক্সিকান চিত্রশিল্পী ফিদ্রা কাহলোর চিত্রকর্ম নিলামে বিক্রি হলো ৩ কোটি ৪০ লাখ ৯০ হাজার ডলারে। ল্যাটিন আমেরিকার কোন শিল্পীর চিত্রকর্ম বিক্রি হলো রেকর্ড মূল্যে।

এর আগে সর্বোচ্চ দামে শিল্পকর্ম বিক্রির রেকর্ডটি ছিল দিয়েগো রিভেরা’র। রিভেরা ছিলেন ফ্রিদা কাহলোর সাবেক স্বামী। একাধিকবার তাদের বিবাহ বিচ্ছেদ হয়। ২০১৮ সালে রিভেরার চিত্রকর্ম বিক্রি হয়েছিল ৯০ লাখ ৭৬ হাজার ডলারে।

রেকর্ড দামে ফ্রিদা কাহলোর চিত্রকর্মটির নাম ‘দিয়েগো ওয়াই ইয়ো’। এটি ফ্রিদার আত্মপ্রতিকৃতিগুলোর মধ্যে অন্যতম। ছবিতে বিষাদময় চেহারায় ফ্রিদার কপালে দিয়েগো রিভেরা’র চেহারা আঁকা রয়েছে।

ছবিটি কিনেছেন আর্জেন্টিনার নাগরিক এডুয়াড্রো এফ কোসানতিনি। যিনি নিজ দেশে একটি জাদুঘর প্রতিষ্ঠা করেছেন। এর আগে ১৯৯০ সালের নিলামে চিত্রকর্মটির দাম উঠেছিল ১০ লাখ ৪০ হাজার ডলার।

ফ্রিদা কাহলোকে বিংশ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ চিত্রশিল্পী হিসেবে বিবেচনা করা হয়। তার চিত্রকর্মগুলোর মধ্যে আত্মপ্রতিকৃতিগুলোকে বিশেষ গুরুত্ব দেয়া হয়। ফ্রিদার জন্ম ১৯০৭ সালে। ১৯৫৪ সালে ফ্রিদার মৃত্যু হয়।